Monday, October 19, 2009

Wrath Of Gods...

An awful roar, then a fearful shake,
the sleepy little town, got a startled wake.
The sun was still down, it was before dawn.
Thousands were hurt, they started to moan...

There were cries, there were tears,
A complete mayhem, as if the doomsday nears.
The solitude of Nature, was suddenly cut short,
Who is your friend? There was no time to sort...

"What's come onto us?", someone screamed.
It made no difference, the aftershocks streamed.
The landscape changed, the buildings were shattered.
The once peaceful town, now stood battered...

The darkness faded, with the sun's warm stare.
People had to be saved, there was no time to spare.
Mother Nature proved, once more in her ways,
We are just puppets, when the Almighty plays...

তিস্তা নদীর কাছে (Tista Nadir kaachhe)

"ওঠরে সকাল হয়ে গেছে।"
দুর বহুদুর থেকে  শুনতে  পেলাম আমি 
"আজকে  তোকে   যেতে  হবে  তিস্তা নদীর কাছে।"
কে যেন মায় জানিয়ে দিল, ঠিক বুঝলাম না আমি।


ঘুরতে ঘুরতে  কখন আমি  হারিয়ে গেলাম বনে।
ফেরার পথটা কোথায় যেন? পড়ল না আর মনে।
যেদিকেই  যাই শুধুই সবুজ, শুধুই গাছের সারি।
কি  আর করি  এগিয়ে  গেলাম, যেতেই  হবে  বাড়ি।


এমনি করেই দুপুর গেল, বিকেল এল চলে।
সূর্য গেল অস্তাচলে, কালো  রঙ ঢেলে জঙ্গলে
চারদিকেতে শুধুই আঁধা, জঙ্গলেতে রাতের বাহার।
ঠিক যেন এক নিশীথ পুরী, হল জগত আমার।


জোনাক জ্বলে ঝোপের মাঝে, ঝিঝির ডাকে দু কান বাজে।
দক্ষিণ হাওয়ার দোলায় যেন, সব সাজল নতুন সাজে।
মন মাতানো পরিবেশে , যেন কিসের গন্ধ আসে?
হঠাত্ মনে চিন্তা এল, বাঘ নেইত আশেপাশে?


যেই না মনে চিন্তা এল, হাত পা কেমন ঠান্ডা হল।
কোথাও আমায় যেতেই হবে, বাঘের থেকে দুরে।
থাকুক পড়ে বনের বাহা, চাইনা হতে বাঘের খাবার,
হঠাত্ বনের শান্তি চিরে - একটা, পেচা গেল উড়ে


পা বাড়িয়ে নড়ার আগেই, থমকে গেলাম আমি।
সামনে দেখি আগুন চোখের, হারহিম করা দ্বপ্ দ্বপানি
পথ আটকে বাঘ মামা, মুখতো নয়  যেন ধামা,
সাক্ষাত্ যম দাড়িয়ে যেন, কি করব এখন আমি?


শুনেছিলাম মৃত্যুকালে, সারা জীবন চোখে ভাসে,
কথাটা যে হায় নয়কো মেকি, প্রমাণ পেলাম হাতেনাতে ।
বাচার তাগিদ বড় তাগি, তাই ঘুরে দৌড় দিলাম।
কিন্তু কিসে হোচট খেয়ে, আছড়ে পড়ে জ্ঞান হারালাম।


কিসের  যেন শব্দ শুনে, চোখ খুললাম আমি
দেখি মাথার ভেতর কেমন, অদ্ভুত ঝিমঝিমানি।
সব ই যেন ঢাকা ধোয়ায়, বাঘ কি শেষে খেল আমায়?  
কিসের যেন লাগলো ছোয়া, হঠাত্ আমার মাথায়।


তাকিয়ে দেখি মাথার কাছে, মা দাড়িয়ে আমার।
ভাবছি তখন কোথায় আমি? কই সে বনের বাহা?
হারালাম কি স্বর্গকে? নাকি আমি নরক কূপে?
আকাশ পাতাল ভাবছি যখন, পড়ল বাড়ি মাথায়।


এমন সময় মা বলল, "ওঠ হতচ্ছাড়া।"
"ডেকে ডেকে সকাল বয়ে দুপুর হল সারা,"
"কিন্তু হায় ছেলের দেখি, নেইকো ওঠার তাড়া?"
"তোকে না আজ যেতে হবে তিস্তা নদীর পাশে।"
ঘুমের ঘোর কাটিয়ে আমি, উঠলাম অবশেষে। 

Saturday, October 17, 2009

Mystic Time...

When things go wrong, and nothing seems right,
Your hopes disappear, the dark TIMES give you the fright.
Just hold on my friend, hold on to your DREAM,
You will get through, how hard it may seem...

Troubled TIMES, may put you against the TIDE.
Darkness may loom, many TRUTHS it may hide.
But Don't loose HOPE, or your will to fight,
Because GOD sends an ANGEL, who'll show you the light...

You may feel low, you may even cry,
but never let, your feelings go dry.
Just keep your cool, feel what you hear,
I am sure your goal, is somewhere near...

This is the truth, the truth about life.
Its all about Glory, Wait and Strife.
The wounds that you get, with TIME will heal,
Only if you have - the HEART and the WILL.....

A Wait...So Vague...

There are TIMES, when despair strikes.
Things go wrong, against your likes.
You try your best, to have a smooth ride.
But you find yourself, against the tide...

There are TIMES, when you move on.
Wishing you could sing, a happier song.
Your hopes disappear, like a daydream.
You keep fighting in your mental realm...

There are TIMES, that make you cry.
Your eyes go numb, your tears go dry.
What else can you do? You just WAIT.
WAIT to meet the preordained FATE...

The WAIT seems bitter, it seems vague.
You keep on hoping, against all the stakes.
You keep on searching, for a moment to smile.
In search of your DESTINY... In search of your LIFE...