"ওঠরে সকাল হয়ে গেছে।"
দুর বহুদুর থেকে শুনতে পেলাম আমি ।"আজকে তোকে যেতে হবে তিস্তা নদীর কাছে।"
কে যেন আমায় জানিয়ে দিল, ঠিক বুঝলাম না আমি।
ঘুরতে ঘুরতে কখন আমি হারিয়ে গেলাম বনে।
ফেরার পথটা কোথায় যেন? পড়ল না আর মনে।
যেদিকেই যাই শুধুই সবুজ, শুধুই গাছের সারি।
কি আর করি এগিয়ে গেলাম, যেতেই হবে বাড়ি।
এমনি করেই দুপুর গেল, বিকেল এল চলে।
সূর্য গেল অস্তাচলে, কালো রঙ ঢেলে জঙ্গলে ।
চারদিকেতে শুধুই আঁধার, জঙ্গলেতে রাতের বাহার।
ঠিক যেন এক নিশীথ পুরী, হল জগত আমার।
জোনাক জ্বলে ঝোপের মাঝে, ঝিঝির ডাকে দু কান বাজে।
দক্ষিণ হাওয়ার দোলায় যেন, সব সাজল নতুন সাজে।
মন মাতানো পরিবেশে , যেন কিসের গন্ধ আসে?
হঠাত্ মনে চিন্তা এল, বাঘ নেইত আশেপাশে?
যেই না মনে চিন্তা এল, হাত পা কেমন ঠান্ডা হল।
কোথাও আমায় যেতেই হবে, বাঘের থেকে দুরে।
থাকুক পড়ে বনের বাহার, চাইনা হতে বাঘের খাবার,
হঠাত্ বনের শান্তি চিরে - একটা, পেচা গেল উড়ে।
পা বাড়িয়ে নড়ার আগেই, থমকে গেলাম আমি।
সামনে দেখি আগুন চোখের, হারহিম করা দ্বপ্ দ্বপানি।
পথ আটকে বাঘ মামা, মুখতো নয় যেন ধামা,
সাক্ষাত্ যম দাড়িয়ে যেন, কি করব এখন আমি?
শুনেছিলাম মৃত্যুকালে, সারা জীবন চোখে ভাসে,
কথাটা যে হায় নয়কো মেকি, প্রমাণ পেলাম হাতেনাতে ।
বাচার তাগিদ বড় তাগিদ, তাই ঘুরে দৌড় দিলাম।
কিন্তু কিসে হোচট খেয়ে, আছড়ে পড়ে জ্ঞান হারালাম।
কিসের যেন শব্দ শুনে, চোখ খুললাম আমি।
দেখি মাথার ভেতর কেমন, অদ্ভুত ঝিমঝিমানি।
সব ই যেন ঢাকা ধোয়ায়, বাঘ কি শেষে খেল আমায়?
কিসের যেন লাগলো ছোয়া, হঠাত্ আমার মাথায়।
তাকিয়ে দেখি মাথার কাছে, মা দাড়িয়ে আমার।
ভাবছি তখন কোথায় আমি? কই সে বনের বাহার?
হারালাম কি স্বর্গেলাকে? নাকি আমি নরক কূপে?
আকাশ পাতাল ভাবছি যখন, পড়ল বাড়ি মাথায়।
এমন সময় মা বলল, "ওঠ হতচ্ছাড়া।"
"ডেকে ডেকে সকাল বয়ে দুপুর হল সারা,"
"কিন্তু হায় ছেলের দেখি, নেইকো ওঠার তাড়া?"
"তোকে না আজ যেতে হবে তিস্তা নদীর পাশে।"
ঘুমের ঘোর কাটিয়ে আমি, উঠলাম অবশেষে।
eta pore jekeu bolbe tui akhno boro hoshnii..sotti naki???
ReplyDeletejababa...ekta swapnor description dekhe tor mone holo ami boro hoini....hae re pora kopal..:(.....
ReplyDelete